অত্র মাদ্রাসাটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলাধীন ৪নং ঘোড়াঘাটইউনিয়নেঘোড়াঘাট উপজেলা পরিষদ হতে প্রায় তিন কিলোমিটার পশ্চিম দিকেছয়ঘট্টি নামক গ্রামে অবস্থিত। মুলত১৯৫৫ সালে আলহাজ্ব চেরুমন্ডল, কাজেম উদ্দীন মন্ডল, সরাফত আলী মন্ডল, শমছের আলী মন্ডল, আলহাজ্ব জফুর উদ্দীন মন্ডল, সফের উদ্দীন মন্ডল, মফিজউদ্দীন ফকির, আঃ রশিদ মাষ্টার, ছায়েদ আলী মন্সী, আশমতুল্লাহ ও অন্যান্যধর্মপ্রান মুসলমানদের সার্বিক সহায়তায় ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয় । তারপর কিছু দিন ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে চলার পর আলহাজ্ব চাঁদ মিয়ামন্ডল, রমজান আলী, মকবুল হোসেন, আজিমুদ্দীন আকন্দ, সিরাজুল ইসলাম, আমাজ্জলহোসেন, বাহাদুর আলী, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম শহিদ ও আরওগন্যমান্য ব্যক্তি গণের আপ্রাণ প্রচেষ্টায় ০১/০১/১৯৮৪ ইং সাল হতে দাখিলমাদ্রাসা হিসেবে স্থাপন করা হয় এবং বর্তমান প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃআলতাফ হোসেন সরকার (এম,এম,এম,এ) এর আন্তরিক প্রচেষ্টায় এলাকার গণ্যমান্যব্যক্তিগণের, কার্যনির্বাহি কমিটি, ও শিক্ষকদের সহায়তায় প্রতিষ্ঠানটি গড়েওঠে। তাছাড়া ১লা জানুয়ারী/১৯৯৪ সাল হতে m.p.oভুক্ত হয়ে এপর্যন্ত অত্যন্তসুনামের সহিত পরিচালিত হয়ে আসচ্ছে।আধুনিক বিশ্বের সাথে তাল মিলানোর জন্যে ও মাদ্রাসা শিক্ষাকেআধুনিকায়ন করার লক্ষ্যে অচিরে মাদ্রাসায় ইন্টারনেট সংযোগ করা হবে। তাছাড়ামাদ্রাসায় ছাত্র/ছাত্রী বৃদ্ধি ও পাবলিক পরীক্ষা সহ J.D.C এবং সমাপনীপরীক্ষায় ভাল ফলাফল করার জন্য সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস